২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে চুক্তি নবায়ন হয়েছে কোচ গ্যারেথ সাউথগেটের। আগের চুক্তি অনুযায়ী ইউরো ২০২০ পর্যন্ত ইংল্যান্ড দলের কোচ হিসেবে থাকার কথা ছিল সাউথগেটের। তবে রাশিয়া বিশ্বকাপে বিস্ময়কর সাফল্যের জন্য পুরস্কার হিসেবে তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।
এ ব্যাপারে সাউথগেট বলেন, ‘আগামী দু'টি বড় টুর্নামেন্টে জাতীয় দলকে কোচিং করানোর সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই চাকরিটিতে অবিশ্বাস্য সুবিধা ও সত্যিকারের সম্মান রয়েছে। গত গ্রীষ্মে সংঘবদ্ধ হয়ে দল যা দেখিয়েছে তা সত্যিই অসাধারণ কিছু। এই তরুণ দলটি কতদূর যেতে পারে সেটা কাছ থেকে দেখতে পারাটা অসাধারণ হবে।
নতুন চুক্তিতে বেতনও বাড়ছে সাউথগেটের। বছরে ৩ মিলিয়ন পাউন্ডে নতুন চুক্তিতে সাক্ষর করতে সম্মত হয়েছে তিনি। এছাড়া গ্যারেথ সাউথগেটের সঙ্গে চুক্তি বেড়েছে তার সহযোগি কোচ স্টিভ হল্যান্ডেরও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ