ভারতে ক্রিকেটারদের জনপ্রিয়তা নতুন কিছু নয়। ক্রিকেটাররা যেখানেই যান, সেখানেই উৎসাহী জনতা তাদের ঘিরে ধরে। কিন্তু তাই বলে ম্যাচ চলাকালীন সমইয়ে নিরাপত্তাবেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়লো দুই তরুণ। তাদের উদ্দেশ্যে বিরাট কোহলির সঙ্গে সেলফি তোলা।
বৃহস্পতিবার রাজকোটে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন এই ঘটনাই দেখা গেল। এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে যান কোহলি। আম্পায়াররা ছুটে এসে তাদের বেরিয়ে যেতে বলেন। কিন্তু ততক্ষণে অনেকগুলো সেলফি তোলা হয়ে গেছে সেই দুই যুবকের। এরপর নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে তাদের মাঠের বাইরে নিয়ে যান। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাজকোটে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে পৃথ্বী শ'র শতরানের সুবাদে ভারতীয় দলের রান ৪ উইকেটে ৩৬৪। বিরাট ৭২ ও ঋষভ পন্থ ১৭ রানে অপরাজিত আছেন। চেতেশ্বর পূজারা ৮৬ রান করেন। অজিঙ্কা রাহানে ৪১ রান করেন। তবে লোকেশ রাহুল কোন রান করতে পারেননি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর