সিলেটের মাঠে ফুটবল মানেই দর্শকজোয়ার। বছর চারেক ধরে এটাই যেন 'নিত্য নিয়মে' পরিণত হয়েছে! এই 'নিয়মের' ব্যত্যয় ঘটেনি এবারও; বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে। এবার পঞ্চম আসর বসেছে বঙ্গবন্ধু কাপের। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচই হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামে
বাংলাদেশ-লাওস ম্যাচ দিয়ে এবার পর্দা ওঠে বঙ্গবন্ধু কাপের; গত ১ অক্টোবরে। সেদিন সিলেটের মাঠে ঢল নেমেছিল দর্শকের। প্রায় ২৫ হাজার দর্শক উন্মাদনায় মেতেছিলেন। ১-০ গোলে জয়ী হয়ে দর্শকদের উন্মাদনা যেন আরও বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
বঙ্গবন্ধু কাপে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ; প্রতিপক্ষ ফিলিপাইন। সিলেটে এই ম্যাচ খেলেই সেমির লড়াইয়ে নামতে কক্সবাজারে উড়ে যাবে বাংলাদেশ দল।
বঙ্গবন্ধু কাপে সিলেটে বাংলাদেশের এই শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আজও উন্মাদনা দেখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে লাওসের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ-ফিলিপাইন ম্যাচ নিয়ে এখানকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ আরও অনেকটাই বেড়ে গেছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৯৩) চেয়ে অনেক এগিয়ে থাকা ফিলিপাইনের (১১৪) বিপক্ষে দারুণ এক লড়াইয়ের প্রত্যাশায় রয়েছেন দর্শকরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, বঙ্গবন্ধু কাপে সিলেটে বাংলাদেশের শেষ ম্যাচ হওয়ায় আজ শুক্রবার দর্শকস্রোতে নামতে পারে জেলা স্টেডিয়াম অভিমুখে। সেই লক্ষণও দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ-ফিলিপাইন ম্যাচের বেশ কিছু টিকেট বিক্রি হয়ে গেছে।
বিডি প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৮/আরাফাত