সিরিজের শেষ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনে স্বস্তিতে নেই কিউই বোলাররা। সাবেক ভারত অধিনায়কের দুরন্ত ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তিত কিউইরা।
রবিবার সিরিজের শেষ ম্যাচে তাদের জয়ে ধোনিই কাঁটা হয়ে উঠতে পারেন মনে করেন নিউজিল্যান্ড অল-রাউন্ডার জিমি নিশাম।
কিউই অল-রাউন্ডার নিশাম প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে বলেন, ‘ধোনিকে আউট না-করা পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব নয়।’ ধোনির প্রশংসা করে তিনি আরও বলেন, ‘রেকর্ড ধোনির হয়ে কথা বলছে। বিশ্বকাপের দলে ধোনির থাকা নিয়ে ভারতীয় মিডিয়ার চর্চা আমি শুনেছি। কিন্তু মিডল-অর্ডারে ওর উপস্থিতি অন্য মাত্রা যোগ করে। কারণ ধোনিকে বল করার সময় মাথায় থাকে, ওকে আউট না-করা পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব নয়।’
পাঁচটি ওয়ানডে সিরিজে প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরেছে ভারত। কিন্তু বৃহস্পতিবার সেডন পার্কে চতুর্থ ওয়ানডে-তে রোহিতদের নিয়ে ছেলেখেলা করেন কিউই বোলাররা। হ্যামিলটনে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন ওয়ানডে স্কোর।
এদিকে, শেষ দু’টি ম্যাচে না-খেললেও চোট সারিয়ে রবিবার ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ফিরছেন ধোনি। যা চিন্তায় রাখছে কিউই শিবিরকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার