ব্রিস্টলে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়লেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
মঙ্গলবার ব্রিস্টলে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে মরগানকে।
মরগানকে এক ওয়ানডের জন্য নিষিদ্ধ করা হয়েছে, জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৪০ ভাগ। সেইসঙ্গে ইংল্যান্ড দলের বাকি খেলোয়াড়দেরও ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানিয়েছেন, সিরিজের তৃতীয় ওয়ানডেতে নির্দিষ্ট সময়ে দুই ওভার পিছিয়ে ছিল মরগানের দল। সেজন্য এই শাস্তি।
এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেটি খেলতে পারবেন না মরগান। ছন্দে থাকা দলের জন্য এটি বড় দুঃসংবাদই।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পরের দুই ওয়ানডেতেই জয় পেয়েছে ইংল্যান্ড। দুটিতেই সাড়ে তিনশোর উপর রান করেও জিততে পারেনি পাকিস্তান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন