আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালকে ঘিরে টাইগার শিবির আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি।
ওয়েস্ট ইন্ডিজকে টানা দুই ম্যাচে দাপটের সঙ্গে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ বুধবার স্বাগতিক আইরিশদের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নামে। তবে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আবু জায়েদ রাহি ৫ উইকেট শিকার করলে আইরিশদের স্কোর ২৯২ রানের বেশি হয়নি। জবাব দিতে নেমে তামিম ইকবাল, লিটন দাশ ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
মাশরাফি বলেন, ‘আমরা জানতাম ৩০০ স্কোর তাড়া করা সম্ভব। বোলিংয়ে আবু জায়েদ অসাধারণ করেছে। আমাদের ব্যাটিংটা ভালো হয়েছে, বিশেষ করে টপ-অর্ডারদের। আমরা সিরিজের তিন ম্যাচই জিতেছি এবং ফাইনালের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।
১৭ মে ডাবলিনে শিরোপা নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ