বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে টস-ই করতে নামতে পারেননি দুই দলের অধিনায়ক।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ডের বিপক্ষে দু’ম্যাচের সিরিজ খেলছে শ্রীলঙ্কা। প্রথমটি বৃষ্টিতে ভেসে গেলেও সোমবার অনুষ্ঠেয় দ্বিতীয়টিতে খেলার ব্যাপারে মুখিয়ে আছেন লঙ্কানরা।
আগামী ১ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে শ্রীলঙ্কা। তার আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম