Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ মে, ২০১৯ ১৮:৩৭

অনেক ক্রিকেট খেলেছি, এবার ছবি আঁকতে চাই : ধোনি

অনলাইন ডেস্ক

অনেক ক্রিকেট খেলেছি, এবার ছবি আঁকতে চাই : ধোনি
মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি মানেই ভারতীয়দের কাছে আবেগের জায়গা! তার হাত ধরেই অনেক কঠিন ম্যাচ জিতেছে ভারত।

অন্যদিকে, তার হাত থেকে চার-ছয়ের বন্যা দেখেছে ক্রিকেট বিশ্ব। আবার উইকেটের পিছনে সেই হাতই হয়েছে মরণফাঁদ। আলোর বেগেই তিনি ভেঙে দেন উইকেট। 

ছোটবেলায় স্কুলে গোলকিপার ছিলেন। সেখান থেকে আজ বিশ্বের তথা ভারতের অন্যতম সেরা উইকেটকিপার ও ব্যাটসম্যান তিনি। এটাই এমএস ধোনি।

আসন্ন বিশ্বকাপই ভারতীয় জার্সিতে শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে চলেছে। এমনটাই ধারণা নেটিজেনদের। অবসরের পর কী করবেন ধোনি? এই প্রশ্নটাই তার ফ্যানেদের মনে। ধোনি ক্রিকেট ছাড়ার আগেই বলে দিলেন যে, সন্ন্যাস নেয়ার পর ছোটবেলার একটা স্বপ্নপূরণ করবেন তিনি। যে হাতে ব্যাট শাসন করেছে। সে হাতে এবার উঠবে রং-তুলি। ধোনি একজন চিত্রশিল্পী হতে চান। এমনটাই তার ইচ্ছা। কয়েক’টা ছবিও আঁকা হয়ে গেছে তার। ভাবনা রয়েছে প্রদর্শনী করার।

একটি ভিডিও-তে ধোনি জানিয়েছেন তার পরবর্তী পরিকল্পনার কথা। ধোনি জানিয়েছেন, আপনাদের সঙ্গে একটা গোপন কথা ভাগ করে নিতে চাই। সেই ছোটবেলা থেকেই আমি চিত্রশিল্পী হতে চেয়েছিলাম। আমি প্রচুর ক্রিকেট খেলেছি। এবার কিছু ছবি আঁকতে চাই। কয়েকটা ছবিও আঁকা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

বিডি প্রতিদিন/২০ মে ২০১৯/আরাফাত


আপনার মন্তব্য