ইংল্যান্ডে চলমান ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের জয়রথ চলছেই। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তান সংসদীয় দলকে হারানোর পর এবার অল স্টার একাদশকেও পরাজিত করলেন বাংলাদেশের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১২৯ রান সংগ্রহ করেন বাংলাদেশ দলের সংসদ সদস্যরা। পরে টার্গেট তাড়া করতে নমে ১০৯ রানে ইনিংস গুটিয়ে অল স্টার একাদশ। ২০ রানে জয় পান বাংলাদেশের সংসদ সদস্যরা।
উল্লেখ্য, গত বুধবার চলমান বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ