১৯ জুলাই, ২০১৯ ০৮:৩৪

বিশ্বকাপের সেরা ১০ মুহূর্তের তালিকায় ৪র্থ স্থানে সাকিব

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের সেরা ১০ মুহূর্তের তালিকায় ৪র্থ স্থানে সাকিব

ফাইল ছবি

লর্ডসে ফাইনাল শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না। মূল ম্যাচ টাই হওয়ার পর গড়াল সুপার ওভারে, তারপর সেখানেও টাই। শেষপর্যন্ত মূল ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকায় জয়ী ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ওশেনিয়া অঞ্চলের দলটির পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটানুরাগীরা। অনেকেই আইসিসির এ নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিশ্বকাপ শেষ হওয়ার পর এবারের আসরের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। আইসিসি কর্তৃক ঘোষিত সে একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। এবার জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর বাছাই করা বিশ্বকাপের সেরা ১০ মুহূর্তের তালিকায় ৪ নম্বরে ঠাই পেয়েছেন সাকিব।

দল হিসেবে বিশ্বকাপটা মনে রাখার মতো হয়নি বাংলাদেশের। বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের খেলা শেষ করে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে ছিল টাইগাররা। তবে ব্যাটে-বলে দ্দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন ৬০৬ রান। সঙ্গে বল হাতে নিয়েছেন ১১ উইকেট।


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর