১৯ জুলাই, ২০১৯ ১০:২২

ধোনি-কোহলি ইস্যুতে পিছিয়ে গেল ভারতের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

অনলাইন ডেস্ক

ধোনি-কোহলি ইস্যুতে পিছিয়ে গেল ভারতের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল বেছে নেওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির। কিন্তু তা আগামী রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। যার মূল কারণ মনে করা হচ্ছে, বিরাট কোহলির থাকা এবং এমএস ধোনির ভবিষ্যৎ নিয়ে বিচার-বিশ্লেষণ।

এছাড়া কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের নির্দেশ, এই মিটিংয়ের প্রতিনিধিত্ব করতে পারবেন না বিসিসিআই-এর সচিব। 

বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা জানিয়েছেন, বেশ কিছু আইনি সমস্যা রয়েছে। কারণ নিয়মের পরিবর্তন হয়েছে। সেগুলো মেনে চলতে হলে কিছুটা সময় লাগবে। এই মিটিংয়ের জন্য অধিনায়ককেও উপস্থিত থাকতে হবে। এছাড়া ক্রিকেটারদের ফিটনেস রিপোর্টও শনিবার সন্ধ্যার আগে এসে পৌঁছাবে না।

অন্যদিকে, ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। ৩৮ বছরের এই ফিনিশার বিশ্বকাপের পরই অবসর ঘোষণা করবেন বলে মনে করা হয়েছিল। তেমন ইঙ্গিতও পাওয়া গিয়েছিল। কিন্তু সেমিফাইনালে হেরে ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তাও কম দিন হয়নি। কিন্তু অবসর নিয়ে কোনও কথা বলেননি ধোনি। তাকে এ ক্যারিবিয়ান সফরে রাখা হবে কিনা সেটাও বড় মাথা ব্যথার কারণ নির্বাচকদের। এর ওপরই অনেকটাই নির্ভর করবে ধোনির ভবিষ্যৎ।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজে ভারত তিনটি ওডিআই, তিনটিই টি-২০ ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে। ৩ আগস্ট থেকে শুরু হবে এই সফর।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর