লা লিগার প্রথম ম্যাচে সেল্টা ভিগোকে ১-৩ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে অ্যাটলেটিকো বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
এদিকে প্রথম ম্যাচ জিতে রিয়াল খেলোয়াড় এবং সমর্থকদের জন্য বিশাল একটি স্বস্তির ব্যাপার আছে। প্রতিপক্ষের মাঠে গিয়ে লিগের প্রথম ম্যাচ জিতে এই প্রথম পয়েন্ট টেবিলে বার্সেলোনার উপরে উঠতে পারলো রিয়াল মাদ্রিদ। সময়টা তিন বছরেরও কাছাকাছি। ৮১৮ দিন।
২০১৬-১৭ মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। সেবারই সর্বশেষ পয়েন্ট টেবিলে বার্সেলোনার ওপর থাকতে পেরেছিল রিয়াল। এরপর পুরো দু'টি মৌসুম অতিক্রম করলেও বার্সাে টপকে যেতে পারেনি রিয়াল মাদ্রিদ।
তবে বেশ কয়েকবারই পয়েন্ট টেবিলে বার্সার সমান হয়েছিল রিয়ালের পয়েন্ট। কিন্তু এগিয়ে যেতে পারেনি। গত মৌসুমে তো চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১৯ পয়েন্ট কম নিয়ে লিগ শেষ করেছিল রিয়াল মাদ্রিদ।
২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম একেবারে লিগের প্রথম ম্যাচে জয় এবং বার্সার উপরে থেকে শুরু করতে পারলো রিয়াল। ওই মৌসুমে লা লিগা শিরোপাও জিতেছিল রিয়াল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন