ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমে চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষের মাঠে খেতে হল হোঁচট।
সোমবার রাতে মলিন্যাক্স স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ম্যানইউ। ফ্রেঞ্চ তারকা ফরোয়ার্ড পল পগবার পেনাল্টি মিসের খেসারত পয়েন্ট খুইয়ে দিতে হয়েছে রেড ডেভিলরা।
ম্যাচের ২৭ মিনিটে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনিও মার্শিয়াল। এটি রেড ডেভিলদের জার্সি গায়ে নিজের পঞ্চাশতম গোল।
ঘরের মাঠে শুরুতে গোল হজম করে খানিক হতোদ্যম হয়ে পড়ে উলভস। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই গোল শোধ করে ফেলে তারা। ম্যাচের ৫৫ মিনিটে পতুর্গিজ মিডফিল্ডার রুবেন নেভেসের দুর্দান্ত এক শটে সমতা ফেরে ম্যাচে।
এর ১২ মিনিট পর দলকে এগিয়ে দেয়ার সহজতম সুযোগ পেয়েছিলেন পগবা। কিন্তু উলভসের গোলরক্ষক রুই প্যাট্রিসিওকে ফাঁকি দিয়ে পেনাল্টি কিক থেকে গোল আদায় করতে পারেননি এ ফরাসি তারকা। যে কারণে ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় ম্যানইউকে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন