অ্যাশেজে তৃতীয় টেস্টের প্রথম দিন ছিল বৃষ্টি বিঘ্নিত। গতকাল বৃহস্পতিবার মাত্র ৫২ ওভার খেলা হলো। আর তার মধ্যেই ১৭৯ রানে অলআউট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়রা ব্যাটিং লাইনআপ একাই গুড়িয়ে দিয়েছেন জোফরা আর্চার। এদিন, আর্চার.১৭.১ ওভার বলে করে দিয়েছেন ৪৫ রান আর নিয়েছেন ৬ উইকেট।
অ্যাশেজে তৃতীয় টেস্ট শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিল আর্চারের সেই বাউন্সার। ইংল্যান্ড যত ভয় দেখাতে চাইছে বাউন্সার নিয়ে, অস্ট্রেলিয়া ততই উপেক্ষাকে ঢাল বানাচ্ছে। তবে কি জোফরা আর্চারের বিষাক্ত বাউন্সারের পাল্টা দেওয়ার মতো কেউ নেই অস্ট্রেলিয়া?
অজি অধিনায়ক টিম পেইন উড়িয়ে দিয়েছেন আর্চার ভীতি। তিনি জানান, ‘আর্চারের মতো তরুণ এক প্রতিভা উঠে এসেছে। ছাপ রাখছে। এটা দেখতে ভালই লাগছে। ওর গতিও বেশ ভালই। তবে পেস বোলারদের সামলাতে আমরা জানি। নেটে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জেমস প্যাটিনসনরা বল করে। তাই চিন্তিত হওয়ার কারণ নেই।’
ডেভিড ওয়ার্নার ছন্দে নেই। বিষয়গুলো কি ভাবাচ্ছে? এমন প্রশ্নের উত্তরে পেইনের জবাব, ‘ওয়ার্নারকে নিয়ে যে যাই বলুক, আমি চিন্তিত নই। ও মানসিকভাবে ভীষণই দৃঢ়। মনে হচ্ছে, স্মিথের অনুপস্থিতিতে ও দায়িত্ব নিতে পারবে।’
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ