২৩ আগস্ট, ২০১৯ ১০:২৭

কলম্বো টেস্টের প্রথম দিনে বৃষ্টির আধিপত্য

অনলাইন ডেস্ক

কলম্বো টেস্টের প্রথম দিনে বৃষ্টির আধিপত্য

ফাইল ছবি

প্রথম টেস্টে জিতেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে তাই প্রথম দিনেই ধাক্কা দেওয়ার চেষ্টায় নিউজিল্যান্ড। গতকাল বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির আধিপত্যে দিনের খেলা মাঠে গড়িয়েছে মাত্র ৩৬.৩ ওভার। আগে ব্যাট করে ২ উইকেটে ৮৫ রান করেছে শ্রীলঙ্কা।

কলোম্বোর পি সারা স্টেডিয়ামে শুরুতেই ওপেনার লাহিরু থিরিমানে (২) ফিরে গেলেও কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে লড়াই করেন দিমুথ করুণারত্নে। মেন্ডিস ৩২ রানে ফিরে গেলেও করুণারত্নে ৪৯ রানে ব্যাট করছেন। তার সঙ্গে রয়েছেন এঞ্জেলা ম্যাথিউস। আগের টেস্টে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কা অধিনায়ক করুণারত্নে। 

কিউয়ি বোলার গ্র্যান্ডহোম এবং সামারভিল একটি করে উইকেট নিয়েছেন। বৃষ্টির জন্য মাত্র ৩৬ ওভার তিন বল খেলা হয়। খেলাও শুরু হয় অনেক দেরীতে। তারপর আলো কমে যাওয়ায় ম্যাচ বেশিক্ষণ চালানো যায়নি। দ্বিতীয় দিনেও খেলা সঠক সময়ে শুরু করা কঠিন। কারণ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকে।

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর