আগামী শুক্রবার মিরপুর শেরে-বাংলায় বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আর এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই বাংলাদেশকে পরাজিত করার হুমকি দিয়ে রাখল জিম্বাবুয়ে দল।
এর আগে বাংলাদেশকে ঘরের মাঠে টেস্টে হারিয়ে টি-টোয়েন্টিতেও পরাজিত করার হুমকি দিয়ে রেখেছে আফগানিস্তান। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রয়েছে আফগানরা।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে বিসিবি একাদশ। বিসিবির হয়ে খেলেছেন জাতীয় দলের তিন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন ও সাইফউদ্দিন।
জবাবে নেমে উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রান্ডন টেইলর ও হ্যামিল্টন মাসাকাদজা। এরপর বোলিং কারিশমা দেখান আফিফ হোসেন। তার অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ২৪ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন মাসাকাদজা, ক্রেগ আরভিন ও শেন উইলিয়ামস।
তবে চতুর্থ উইকেটে টিমিকেন মারুমাকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার ব্রান্ডন টেইলর। টেইলর-মারুমার ব্যাটিং নৈপুণ্যে ১৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।
বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৯/আরাফাত