Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৪৩

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রেকর্ড বেতনে ডি গিয়ার নতুন চুক্তি

অনলাইন ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রেকর্ড বেতনে ডি গিয়ার নতুন চুক্তি

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন পাঁচ বছরের চুক্তি করলেন স্প্যানিয়ার্ড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। বৃটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর বলছে, কর বাদে প্রতি বছর ১৩.৩ মিলিয়ন পাউন্ড করে পাবেন ডি গিয়া। 

সপ্তাহে তার বেসিক বেতন ধরা হয়েছে আড়াই লাখ পাউন্ড। পারফরম্যান্স-সংশ্লিষ্ট ক্লজে যেটি বেড়ে সাড়ে তিন লাখ পাউন্ড পর্যন্ত হবে।

ইংলিশ প্রিমিয়ার লীগের গত সাত মৌসুমে পাঁচবারই বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন ডি গিয়া। ২৮ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের সঙ্গে ম্যানইউর আগের চুক্তি ছিল ২০২০ পর্যন্ত। এরই মধ্যে ডি গিয়ার ক্লাব ছাড়ার গুঞ্জন ওঠে। 

তবে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার বলেন, আমার কাছে ডেডিভ বিশ্বের সেরা গোলরক্ষক। ম্যানইউতে যেন সে ক্যারিয়ার শেষ করতে পারেন এমন একটা ব্যবস্থা করতে পারবো বলে আশা করছি। তার সঙ্গে ক্লাবের অনেক আলোচনা হয়েছে। আশা করি, চুক্তিটা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য