১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:০৮

টাইগারদের বিপক্ষে পরিকল্পনা জানালেন শন উইলিয়ামস

অনলাইন ডেস্ক

টাইগারদের বিপক্ষে পরিকল্পনা জানালেন শন উইলিয়ামস

ফাইল ছবি

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় অধ্যায় বুধবার। প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়ে হারলেও আজ ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে।

টাইগারদের বিপক্ষে জয়ের লক্ষে এরই মধ্যে ছক একেঁছে জিম্বাবুয়ে। মঙ্গলবার সেই পরিকল্পনার কথা জানালেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ হলো বাউন্ডারি না দেওয়াটা। ওদেরকে (বাংলাদেশ) বাউন্ডারি মারা থেকে বিরত রাখতে পারলে চাপ সৃষ্টি হবে। আমি জানি, বাংলাদেশের ব্যাটসম্যানরা শট খেলতে পছন্দ করে। ওরা আমাদের আগ্রাসীভাবে খেলতে চেষ্টা করবে। চ্যালেঞ্জটি তাই দুর্দান্ত হবে।’ 

তবে প্রতিপক্ষ কারা তার দিকে নজর না দিয়ে নিজের খেলাটা খেলতে চান উইলিয়ামস, ‘বাংলাদেশ ভালো অলরাউন্ড দল। তাদের কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক ওরা সবাই খুব ভালো ক্রিকেট খেলে। আমরা তাদের সমীহ করি তবে কোনো ম্যাচই আমরা হালকাভাবে নিতে চাই না। আমরা নিজেদের খেলার দিকে মনোযোগ দিতে চাই।’ 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর