২১ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৪১

আফগানদের বিপক্ষে ভুল শুধরে জয় চান শফিউল

অনলাইন ডেস্ক

আফগানদের বিপক্ষে ভুল শুধরে জয় চান শফিউল

ফাইল ছবি

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রথম পর্বের শেষ ম্যাচে আফগানদের মোকাবিলা করবে বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে জিতে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে উঠেছে আফগানিস্তানও। প্রাথমিক পর্বের শেষ ম্যাচটি তাই এখন শুধুই নিয়মরক্ষার। তবে বাংলাদেশের জন্য এই ম্যাচটিও একটি বড় পরীক্ষা।

গত বিশ্বকাপে আফগানদের অনায়াসেই হারিয়েছিল টাইগাররা। কিন্তু এরপর একমাত্র টেস্টে বিশাল পরাজয়ের পর ত্রিদেশীয় সিরিজেও যেন অপ্রতিরোধ্য রশিদবাহিনী। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি জয় তবু স্বস্তি এনে দিয়েছিল। কিন্তু স্বস্তির মাঝে কাঁটা হয়ে বিঁধছে ওই আফগানিস্তান ম্যাচ। এখন ফাইনালের আগে আফগানদের বিপক্ষে জয়খরা ঘোচাতে চায় বাংলাদেশ। 

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ফাঁকে পরের ম্যাচ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানালেন পেসার শফিউল ইসলাম। তিনি বলেন, ‘কালকের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো খেললে তা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। এই জয়ের অভ্যাস আমাদের ফাইনালের জন্য কাজে দেবে।’

শফিউল আরও বলেন,, ‘আমাদের আগের ভুলগুলো শুধরে নিতে পারলে আর যদি সবাই শতভাগ দিতে পারি, তাহলে ওদের হারানো অসম্ভব নয়।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর