ভুটানকে নিজেদের মাঠে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে জিতেছে বাংলাদেশ। বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বয়সভিত্তিক এ প্রতিযোগিতার তৃতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতল বাংলাদেশ।
দারুণ এই জয়ে ভুটানের ওপর আধিপত্য ধরে রাখল মেয়েরা। প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে লিগ পর্বে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরের বার ৫-০ ব্যবধানে উড়িয়ে ফাইনালে উঠেছিল দল।
আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪-১ গোলে হেরে এবারের টুর্নামেন্ট শুরু করে নেপাল।
বিডি প্রতিদিন/আরাফাত