রাগবির বিশ্বকাপ ২০১৯ আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাপানের টোকিওতে। এতে অংশ নেবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
১৯৮৭ সালে এ টুর্নামেন্ট শুরুর পর এ পর্যন্ত আটটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে নিউজিল্যান্ড জিতেছে তিনবার। দুই বার করে জিতেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড জিতেছে মাত্র ১ বার, সেটিও ১৬ বছর আগে।
এবার দ্বিতীয় শিরোপার লক্ষ্যে নামছে ইংল্যান্ড। ইংল্যান্ড দলের প্রতি সমর্থন জানিয়ে রাগবি দলের প্রধান কোচকে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ রানি এলিজাবেথ। ফাইনাল খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায়।
বিডি প্রতিদিন/ফারজানা