৬ ডিসেম্বর, ২০১৯ ২২:২২

শ্রীলঙ্কার হেড কোচ হলেন মিকি আর্থার

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার হেড কোচ হলেন মিকি আর্থার

পাকিস্তানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বিশ্বকাপের পরেই। এবার শ্রীলঙ্কান ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মিকি আর্থার। শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) লাসিথ মালিঙ্গাদের নতুন প্রধান কোচ হিসাবে মিকি আর্থারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

জানা গেছে, দুই বছরের চুক্তিতে শ্রীলংকা দলের সঙ্গে যুক্ত হলেন ৫১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান সাবেক এ ক্রিকেটার। আর আর্থারের সহকারী হিসেবে থাকবেন ব্যাটিং কোচ গ্রান্ড ফ্লাওয়ার, বোলিং কোচ ডেভিড সাকের ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমেট।

উল্লেখ্য, মিকি আর্থারের অধীনেই ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এই আর্থারের অধীণেই দক্ষিণ আফ্রিকা টেস্টে বিশ্বের এক নম্বর দলে পরিণত হয়েছিল। ১১তম হেড কোচ হিসেবে আর্থারের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে পাকিস্তান সফর।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর