আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। গত বছর প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে ইংল্যান্ড। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অলরাউন্ডার বেন স্টোকসের।
বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর ২৮ বছর বয়সী স্টোকস বলেন, স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জেতা ভীষণ গর্বের। গত ১২টি মাস ইংলিশ ক্রিকেটের জন্য অবিশ্বাস্য ছিল এবং প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপ জেতা আমাদের জন্য সবচেয়ে বড় একটি অর্জন। গত ১২টি মাস আমার ক্যারিয়ারের জন্যও সেরা এবং এ সাফল্য সামনের বছরগুলোতে আরও সাফল্য অর্জনে অনুঘটক হিসেবে কাজ করবে।
রোহিত শর্মা-প্যাট কামিন্স
এবার অস্ট্রেলিয়ান খেলোয়াড় প্যাট কামিন্স বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। গত বছর ৫৯টি উইকেট পেয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। গত বছর দারুণ কেটেছে রোহিতের। ওয়ানডেতে মোট সাতটি সেঞ্চুরি করেছেন রোহিত যার মধ্যে ৫টিই ২০১৯ সালের বিশ্বকাপে।
বিডি প্রতিদিন/ফারজানা