বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ফিলিস্তিন। কাগজে-কলমে ফিলিস্তিন দলকে সবচেয়ে শক্তিশালী দল বলা হচ্ছে। তবে বাংলাদেশেরও এ টুর্নামেন্টে ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে।পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ চাই এ টুর্নামেন্টের প্রথম শিরোপা জয় করতে।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫ টায় শুরু হয় এ খেলা। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে বাংলাদেশকে এক গোল দিয়ে বিরতিতে গেল ফিলিস্তিন।
এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিন, শ্রীলঙ্কা এবং আফ্রিকান দল মরিশাস, বুরুন্ডি, সিসেলশ দুই গ্রুপে অংশ নিচ্ছে। এবারই প্রথম আফ্রিকান দল খেলছে এ টুর্নামেন্টে।
আগের পাঁচটি আসরের মধ্যে বাংলাদেশ একবারই ফাইনাল খেলেছিল। ২০১৫ সালে তৃতীয়বারের আসরে ফাইনালে বাংলাদেশ হেরেছিল মালয়েশিয়ার অনূর্ধ্ব-২২ দলের বিপক্ষে। আর পঞ্চম আসরে সেমিফাইনাল হতে বিদায় নিয়েছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিশেষভাবে আয়োজন করা হয় এ ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে ২৫ জানুয়ারি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন