প্রায় তিন বছর পর নিউজিল্যান্ডের জাতীয় দলে ফিরলেন হামিশ বেনেট। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৪ জনের যে দল ঘোষণা করেছেন কিউয়ি নির্বাচকরা, তাতে নাম রয়েছে হামিশের।
অবশ্য ১৪ জনের দল না বলে ১৩ সদস্যের বলাই শ্রেয়৷ কেননা কলিন ডি’গ্র্যান্ডহোমকে সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য এবং টম ব্রুসকে শেষ দু’টি টি-২০’র জন্য দলে নেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের হয়ে ১টি মাত্র টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলা হামিশ এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি। শেষবার তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০১৭ সালের মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে। টেস্টে এখনও উইকেটের খাতা না খুললেও ওয়ানডে ম্যাচে ২৭টি উইকেট নিয়েছেন ডানহাতি এই মিডিয়াম পেসার।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ