জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ৯ দিনব্যাপী দ্বৈত ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার টাংগন সাহিত্য ও ক্রীড়া সংসদ হলপাড়ার আয়োজনে শহরের পুরাতন বলাকা হল চত্বরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় দেশব্যাপি প্রতিযোগীতায় জিরো ফ্যাশান ২-০ সেটে শেফা এন্টারপ্রাইকে পরাজিত করে। আর জেলা ভিত্তিক প্রতিযোগীতায় জিরো ফ্যাশান ২-০ সেটে লিবাটি ক্লাবকে পরাজিত করে।
এসময় খেলা পরিচালনা কমিটির সভাপতি সুদাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলসহ অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ খেলোয়ারদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন।
৯দিন ব্যাপি এ খেলায় দেশব্যাপি ৪০টি এবং জেলা পর্যায়ে ৩২ টি সর্বমোট ৭২টি দল অংশ নেয়। আর এ খেলা দেখতে হাজারো ক্রীড়াপ্রেমীরা উপস্থিত হন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ