বিদায় আসন্ন মহেন্দ্র সিং ধোনির? ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর নতুন চুক্তিতালিকা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। আগামী বছরের চুক্তিতালিকা থেকে বাদ গেল ধোনির নাম। বৃহস্পতিবার ২০১৯ সালের অক্টোবর মাস থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ক্রিকেটারদের চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।
তালিকায় ভারতের ওয়ান ডে ও টেস্ট দল মিলিয়ে ২৭ জন ক্রিকেটারের নাম রয়েছে। সদ্য আসা ময়ঙ্ক আগরওয়াল, নবদীপ সাইনি, দীপক চাহার, শার্দুল ঠাকুরদের নাম থাকলেও নাম নেই ধোনির। অথচ গত চুক্তিতেই তিনি গ্রেড এ+ ক্যাটেগরি অর্থাৎ বোর্ডের সর্বোচ্চ ক্যাটেগরিতে ছিলেন। ধোনির এই নাম না থাকার পরেই শুরু হয়েছে জল্পনা। কেন তার নাম নেই চুক্তিতে।
যদি ধরেই নেওয়া যায়, ধোনি এরপরেও খেলবেন, তাহলে তো বোর্ডের তালিকায় তার নাম থাকার কথা। যেখানে সদ্য আসা ক্রিকেটারদের নাম রয়েছে, সেখানে ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়কের নাম থাকবে না। এই ইঙ্গিত কিন্তু বুঝিয়ে দিচ্ছে, আগামী দিনে বোর্ডের পরিকল্পনায় নেই ধোনি। চলতি বছরে টি ২০ বিশ্বকাপেই কি শেষবার ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। প্রশ্ন তুলছেন ভক্তরা।
বিসিসিআইয়ের এই তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে সমালোচনা। ধোনি ভক্তরা বলছেন, এভাবে ধোনির নাম বাদ দিয়ে ঠিক করেনি বিসিসিআই। কেউ তো আবার আঙুল তুলেছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর দিকেও। সভাপতি হওয়ার পরে সৌরভ বলেছিলেন, ধোনির সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। কিছুদিনের মধ্যেই সবাই সবটা জানতে পারবেন।
বিডি-প্রতিদিন/শফিক