বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার দেশ মরিসাসকে ৪-১ গোলে হারিয়েছে আরেক আফ্রিকান দেশ বুরুন্ডি।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হ্যাটট্রিক করে দলের বড় জয়ে ভূমিকা রেখেছেন জসপিনে। এ জয়ের মাধ্যমে বুরুন্ডির সেমিফাইনাল প্রায় নিশ্চিত। শনিবার সিসেলসের বিপক্ষে না হারলেই শেষ চারে যাবে বুরুন্ডি।
শুক্রবার মুখোমুখি হবে ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ফিলিস্তিন প্রথম ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছে। শ্রীলঙ্কার এটি প্রথম ম্যাচ। এ ম্যাচ ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হবে গতবারের চ্যাম্পিয়নদের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন