পাকিস্তান সফরে যাওয়া নিয়ে হইচই, শোরগোল, আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। তিন দফায় তিন ফরম্যাটেই পাকিস্তানে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ২২ জানুয়ারি প্রথম দফা পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। এরপর ফেব্রুয়ারি আর এপ্রিলে আবারও যাবে দুই দফায়।
পাকিস্তান সফরে বাংলাদেশকে শক্তিশালী দল পাঠানোর অনুরোধ করেছেন দেশটির সাব্কে অধিনায়ক শহীদ আফ্রিদি। এক ইউটিউব ভিডিওতে তিনি বলেন, টাইগাররা পাক ডেরায় আসছে। এটা দারুণ খবর। দুই দলের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য এ সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। এতে উপমহাদেশীয় স্বাদ পাওয়া যাবে।
বুমবুমখ্যাত ক্রিকেটার বলেন, এটা দারুণ হবে, যদি পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তানে আসে বাংলাদেশ। আমি মনে করি, ম্যাচগুলো তীব্র প্রতিযোগিতাপূর্ণ হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন