শিরোনাম
১৮ জানুয়ারি, ২০২০ ১১:২০

ভালভার্দের মতো পরিস্থিতি আমারও হতে পারে: জিদান

অনলাইন ডেস্ক

ভালভার্দের মতো পরিস্থিতি আমারও হতে পারে: জিদান

স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভার্দের শেষ দেখে ফেলেছিল অনেকেই। 

শেষ পর্যন্ত সত্যি হয়েছে সেটাই। রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান মনে করেন, তার দল টানা দুই ম্যাচ হারলে একই রকম সমালোচনা হবে তারও।

লা লিগায় শনিবার সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে ভালভার্দের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানান জিদান।

“এটা কোনও ভালো অবস্থা নয়। তিনি দেখিয়েছে যে তিনি সত্যিই ভালো একজন কোচ। আমি তাকে শ্রদ্ধা করি। বড় ক্লাবে পরিস্থিতি কি হয়, সব কোচই জানে।”

“আমি জানি, যদি আমরা দুটো ম্যাচ হারি তাহলে দেড় মাস আগে তারা যেভাবে সমালোচনা করেছিল, সেভাবেই আমার সমালোচনা করবে। সবসময় আমরা তো ভালো খেলতে পারব না।”

লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা নতুন কোচের অধীনেও আগের মতো লড়াকু দল থাকবে বলে মনে করেন জিদান।

“বরাবরের মতোই বার্সেলোনা প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা তাদের কাজটা করবে। আর আমরা আমাদেরটা।”

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর