১৯ জানুয়ারি, ২০২০ ০৯:২৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসরের পরিকল্পনা হাফিজের

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসরের পরিকল্পনা হাফিজের

ফাইল ছবি

চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন পাকিস্তানের অলরাউন্ডার মোহম্মদ হাফিজ। হাফিজ নিজেই তার অবসরের কথা জানিয়েছেন।

২০০৩ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহম্মদ হাফিজের। পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে এবং ৮৯টি টি-২০ ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সি এই অলরাউন্ডার।

২০১৮ সালের নভেম্বরে শেষ টি-২০ ম্যাচ খেলেছেন। সামনে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। ২৪ জানুয়ারি থেকে এই সিরিজ শুরু হচ্ছে। প্রথম খেলা রয়েছে লাহোরে।

সূত্রের খবর, আগামী টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই পাকিস্তান দলে তার অন্তর্ভুক্তি হয়েছে। একই সঙ্গে দলে ডাক পেয়েছেন আরেক অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর