শিরোনাম
১৯ জানুয়ারি, ২০২০ ০৯:৪৯

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে রাফা-রজার

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে রাফা-রজার

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের ফলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল ১ লাখ ৭২ হাজার ডলার অনুদান দেওয়ার অঙ্গীকার করলেন। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে মেলবোর্ন পার্কের রড লেভার এরিনায় এক চ্যারিটি অনুষ্ঠান ‘র‍্যালি ফর রিলিফ’-এ এসে নাদাল এ কথা বলেন। এর আগে সেরেনা উইলিয়ামস এবং নোভাক জকোভিচও দাবানলে আর্তদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন।

নাদাল বলেন, ‘এর ফলে মানুষ হয়তো এই ভয়াবহ বিপদে সাহায্যের জন্য আরও বেশি করে এগিয়ে আসবেন। এই সাহায্যের ফলে আমরা আবার নতুন করে শুরু করতে পারব। আগুনে যে ক্ষত তৈরি হয়েছে, তাতে কিছুটা হলেও প্রলেপ দেওয়া যাবে।’

ফেদেরার বলেন, ‘খুব কঠিন সময় এটা। আমি আশা করব, এমনটা যেন আমার দেশে না হয়। আমরা খুবই ভাগ্যবান যে সুইৎজারল্যান্ডে এমনটা কখনও ঘটে না। আমি সর্বসম্মতভাবে অস্ট্রেলিয়ার মানুষদের পাশে আছি। নিজের সময় এবং অর্থ দিয়ে সাহায্য করতে চাই।’

শুধু ফেডেরার, নাদাল, জকোভিচ বা সেরেনা উইলিয়ামসই নন, আমেরিকান বাস্কেটবল তারকা লামেলো বলও এগিয়ে এসেছেন। তিনি অস্ট্রেলিয়ান এনবিএলে খেলেন। তিনি বলেছেন, তার একমাসের বেতন তিনি ওই তহবিলে দান করবেন।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর