সিরিজ সমতায় ফেরা হল না ওয়েস্ট ইন্ডিজের। কেননা বৃষ্টিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেছে। ফলে স্বাগতিক ক্যারিবীয়দের তৃতীয় ও শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। বাসেতারেতে আয়ারল্যান্ড তাদের ইনিংস শেষ করলেও উইন্ডিজদের ইনিংসে শুরুতেই বৃষ্টি হানা দিলে আর খেলা গড়ায়নি।
প্রথমে ব্যাট করতে নামা আইরিশদের ইনিংসেও দু’বার বৃষ্টি আসে। পরে খেলা ১৯ ওভারে নামিয়ে আনা হয়। যেখানে সফরকারীরা ৯ উইকেট হারিয়ে ১৪৭ রন করে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২.১ ওভারে এক উইকেট হারিয়ে ১৬ রান করলে বেরসিক বৃষ্টি হামলা দেয়।
ক্যারিবীয়দের ইনিংসে লেন্ডন সিমন্স ব্যক্তিগত ১০ রান করে পল স্টারলিংয়ের বলে আউট হন। তবে এভিন লুইস ও শিমরন হেটমায়ার অপরাজিত থেকে যান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কোটরেল, পোলার্ডদের তোপে পড়ে আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে ৪৪ করেন গ্যারেথ ডেলানি। ৩৬ রান আসে অ্যান্ডি বালর্বিনির ব্যাট থেকে।
ক্যারিয়ার সেরা বল করা কাইরন পোলার্ড ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। দুই উইকেট পান কোটরেল।
একই ভেন্যুতে ২০ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/কালাম