চোখে-মুখে আগুন! বুকে আত্মবিশ্বাস! মনে জয়ের ক্ষুধা! সঙ্গে সেরা পারফরম্যান্স- সব কিছুর সমন্বয়েই বিশ্বকে অবাক করে দিয়ে বিশ্বজয় করেছে বাংলাদেশ। বিশ্বকে কাঁপিয়ে দিয়ে প্রথম শিরোপা জিতেছে আকবর আলীরা। বহু কাঙ্ক্ষিত সেই ট্রফি নিয়ে যুবা টাইগারদের দেশে ফেরার কথা ছিল বুধবার সকালে। তবে আকবর বাহিনীর দেশে ফেরার সময় পরিবর্তন হয়েছে। নতুন সময় অনুযায়ী একইদিনে বিকেলে দেশে পৌঁছাবে যুবারা।
দেশে ফেরার পর যুবাদের বরণ করে নিতে স্বল্প পরিসরে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্লান্ত ক্রিকেটারদের জন্য বেশি কিছু আয়োজন থাকছে না।
মঙ্গলবার বিসিবি কার্যালয়ে এসব কথা বলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের বুধবার সকালে আসার কথা ছিল। সময় পরিবর্তন হয়ে ওইদিনই (বুধবার) বিকেল ৫টার দিকে এসে পৌঁছাবে তারা। তাই ওভাবেই পরিকল্পনা করা হচ্ছে, যেহেতু অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল তাই সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কিছু অ্যারেঞ্জমেন্ট রাখছি। বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে তাদের বোর্ডে নিয়ে আসার ব্যবস্থা করছি। অনুষ্ঠান শেষে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানো হবে।’
তিনি আরও জানান, বিমানবন্দরে যুবা টাইগারদের গ্রহণ করেই বিসিবি কার্যালয়ে নিয়ে আসা হবে। এরপর বাকি আনুষ্ঠানিকতা সেরেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ক্রিকেটারদের ছেড়ে দেয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম