রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ।
মঙ্গলবার বিকেলে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ৪টা ৪০ মিনিটে হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। প্রথম দফায় মাহমুউদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, লিটন দাস-সহ মোট ১২ জন ক্রিকেটার দেশে ফিরেছেন। একই ফ্লাইটে বুধবার দলের বাকি সদস্যরা ফিরবেন।
আগামী এপ্রিলে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ