টি-টোয়েন্টি সিরিজে ৫-০ হারার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। হ্যামিল্টনে রেকর্ড রান তাড়া করে দলকে জেতান রস টেইলর, টম লাথামরা। অকল্যান্ডে ২৭৪ তাড়া করতে নেমে ভারতীয়রা খেই হারিয়ে ফেলে ২২ রানে হারে। মঙ্গলবার তিন ওভার বাকি থাকতে ২৯৭ তাড়া করে জিতে যায় নিউজিল্যান্ড।
তিনে তিন হারের জন্য বাজে ফিল্ডিং এবং বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ‘‘স্কোরবোর্ড যে রকম দেখাচ্ছে, অতটা খারাপ আমরা হয়তো খেলিনি,’’ বলে কোহালি যোগ করছেন, ‘‘প্রথম ম্যাচে আমরা খুব ভাল ভাবেই ম্যাচে ছিলাম। কিন্তু সুযোগগুলো লুফে নিতে পারিনি। তিনটি ম্যাচেই আমাদের ফিল্ডিং খারাপ হয়েছে। বল হাতেও সঠিক মানসিকতা দেখাতে পারিনি। আমরা যে রকম খেলেছি, আন্তর্জাতিক পর্যায়ে জেতার পক্ষে তা যথেষ্ট নয়।’’
তিনি আরও বলেন, ‘‘এই জয় নিউজিল্যান্ডেরই প্রাপ্য। ওরা চাপের মুখে অনেক বেশি স্থিরতা দেখাতে পেরেছে। আমরা পারিনি। তাই বিজয়ীর সম্মানও আমাদের সাজে না।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ