বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অবতরণের সময় তাদের বহণকারী বিমানটিকে ওয়াটার স্যালুট দেয়া হয়।
বুধবার বিকেল ৪টা ৫৫টা মিনিটেই আকবর আলীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছার পর আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দলকে ফুলেল শুভেচ্ছ জানান বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ।
বিমানবন্দর থেকে ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘বিশেষ গাড়িতে’ চলে যাবেন মিরপুর শেরেবাংলায়। সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপজয়ী যুবাদের সংবর্ধনা দেয়ার কথা রয়েছে।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মতো টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন