চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল।
মঙ্গলবার দিবাগত রাতে লিভারপুলকে ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে আতিথেয়তা দেয় অ্যাতলেটিকো। কোয়ার্টারে এক পা দিয়ে রাখার জন্য সিমিওনের শিষ্যদের দরকার ছিল গোল। সেই কাঙ্ক্ষিত গোলের দেখা তারা পেয়ে যায় ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই। রোহিব্লাঙ্কোসদের এগিয়ে দেন সাউল নিগুয়েজ।
এগিয়ে যাওয়ার পর পুরো ম্যাচে একের পর এক আক্রমণ চালালেও দিয়েগো সিমিওনের দলের রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারেনি লিভারপুল।
শেষ আটে যেতে হলে ১১ মার্চের ফিরতি লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-০ ব্যবধানে জিততে হবে লিভারপুলকে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে চলতি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নাপোলির বিপক্ষে পরাজয় দেখেছিল লিভারপুল। এরপর থেকে অদম্য অল রেডরা। মাঝখানে ৬ মাসের ব্যবধানে সব প্রতিযোগিতা মিলে একবারও হার দেখেনি লিভারপুল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ