ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে সফরকারী জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ।
রবিবার মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ২৫ রান।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তামিম ইকবাল ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি স্থায়ী হয় মাত্র ৪ ওভার।
দলীয় ১৮ রানে ৮ করে ভিক্টর নিয়াউচি’র শিকার হন সাইফ। তামিম ১০ ও শান্ত ৪ রানে শুরু করবেন দিনের দ্বিতীয় সেশন।
এর আগে প্রথম দিনের ৬ উইকেটে ২২৮ রান নিয়ে সকালে নেমে, এক ঘণ্টায় ৩৭ রান তুলে বাকি চার উইকেট হারায় জিম্বাবুয়ে।
রেগিস চাকাভা করেন সর্বোচ্চ ৩০ রান। দুটি করে উইকেট ভাগাভাগি করেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।
বিডি প্রতিদিন/কালাম