ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে এর আগে জহির খান ১১বার পাঁচ উইকেট নিয়েছিলেন। তিনি এতদিন ছিলেন ভারতীয়দের মধ্যে এই তালিকায় পাঁচে। এবার ইশান্ত শর্মাও যোগ দিলেন জহিরের সঙ্গে। ফলে যুগ্মভাবে পাঁচে রইলেন জহির-ইশান্ত।
৩১ বছর বয়সি ইশান্তের এখন টেস্টে মোট উইকেট সংখ্যা হল ২৯৭। আর তিন উইকেট নিলেই তিনশো ক্লাবে পৌঁছে যাবেন তিনি।
নিউজিল্যান্ডের টম লাথাম, টম ব্লান্ডেল, রস টেলর, টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে তিনি আউট করেছেন এই ইনিংসে। নিউজিল্যান্ডে এটা ইশান্তের তৃতীয় পাঁচ উইকেট।
ইশান্তের পারফরম্যান্সের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেসপি। যিনি ২০১৮ সালে ইংল্যান্ডের সাসেক্স কাউন্টিতে ইশান্তের কোচ ছিলেন। তিনি টুইট করেছেন, “ইশান্তকে ভাল বল করতে দেখে খুব খুশি হয়েছি। এর নেপথ্যে ওর শেখার ইচ্ছা, উন্নতির তাগিদ ও আরও ভাল করার ইচ্ছা রয়েছে। বিসিসিআইয়ের বর্তমান কোচিং স্টাফদের অবদানও রয়েছে এর পিছনে।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ