২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩০

বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি সিরিজ চান ফারজানা

অনলাইন ডেস্ক

বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি সিরিজ চান ফারজানা

ফাইল ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। হার ৮৬ রানের। ভারতের পর শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হারে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে বাংলাদেশ। একই সঙ্গে এই হারের কারণে বাংলাদেশের বিদায় বলতে গেলে নিশ্চিত।

হতাশাজনক এমন হারের পর বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি সিরিজ খেলার ওপর গুরুত্বারোপ করেছেন দলের তারকা ব্যাটসম্যান ফারজানা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফারজানা বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের দলের বিপক্ষে আমরা দুই-চারটা সিরিজ খেলতে পারি তাহলে আমাদের খেলার মান উন্নতি হবে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি অনেক বেশি কঠিন ছিল জানিয়ে ফারজানা বলেন, ‘এ ম্যাচটিতে আমরা নার্ভাস ছিলাম না। ম্যাচটি কঠিন ছিল। আমি মনে করি এই ধরনের ম্যাচের আগে বড় বড় দলের বিপক্ষে যদি আমরা খেলতে পারি তবে ভালো হবে। তবে অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো কঠিন হবে না।’

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সাথে এই প্রথম খেললাম। তাদের বোলিং বিভাগ বেশ শক্তিশালী। তার উপর উইকেট অনেক বেশি ভালো ছিল। অস্ট্রেলিয়া ১৯০ রান করেছে। এটি বড় টার্গেট। কিছু দুর্বলতার জন্য আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’

আগামী ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর