ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান ক্লাবের দ্বারপ্রান্তে ওপেনার তামিম ইকবাল। সাত হাজার রানের মাইলফলক থেকে ১০৮ রান দূরে দাঁড়িয়ে বাঁ-হাতি ওপেনার তামিম।
রবিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই তিন ম্যাচে ১০৮ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৭ হাজার পূর্ণ হবে তামিমের।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে ৭ হাজার রানের মাইলফলক তামিম স্পর্শ করে ফেললে অবাক হবার কিছুই থাকবে না।
এখন পর্যন্ত ২০৪ ম্যাচের ২০২ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫ দশমিক ৫২ গড়ে ৬৮৯২ রান করেছেন তামিম। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান তামিমেরই।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
ব্যাটসম্যান ম্যাচ রান
তামিম ইকবাল ২০৪ ৬৮৯২
সাকিব আল হাসান ২০৬ ৬৩২৩
মুশফিকুর রহিম ২১৬ ৬১০০
মাহমুদুল্লাহ রিয়াদ ১৮৫ ৩৯৯৪
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ৩৪৬৮
বিডি প্রতিদিন/এনায়েত করিম