সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা। টেস্টে টাইগাররা জিম্বাবুয়েকে যেভাবে হারিয়েছে তাতে ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ করলেও অবাক হওয়ার কিছুই হবে না। শক্তির বিচারে পার্থক্যটাও বেশি।
সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। তাই একাদশ নিসয়েও জল্পনা-কল্পনার শেষ নেই। টাইগারদের সবশেষ ওয়ানডে খেলা একাদশে দেখা যেতে পরে অনেক পরিবর্তন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান
বিডি প্রতিদিন/ ওয়াসিফ