দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই দুর্দান্ত জয় তুলে নিয়েছে পিএসজি। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে পারেননি নেইমার। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব বুঝতেই দেননি এমবাপ্পে-ইকার্দিরা। দিজোঁর বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি।
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এদিন তৃতীয় মিনিটেই সারাবিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। যদিও প্রথমার্ধ আর কোনো গোল হয়নি। বিরতি থেকে ফিরে ৭৪তম মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাস থেকে ব্যবধান বাড়ান এমবাপ্পে। দুই মিনিট পর এমবাপ্পের সহায়তাই ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি। পরে যোগ করা সময়ে দিজোঁর কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরাসি তারকা এমবাপ্পে। চলতি মৌসুমে লিগে এটি তার ১৮তম গোল।
লিগে ২৭ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ