জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা। টেস্টে টাইগাররা জিম্বাবুয়েকে যেভাবে হারিয়েছে তাতে ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ করলেও অবাক হওয়ার কিছুই হবে না। শক্তির বিচারে পার্থক্যটাও বেশি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর বাঁ হাতি ওপেনার তামিম ইকবালের। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের ৩১২ রান টপকাতে ১৫৪ রানের ইনিংসটি খেলেছিলেন। এটা শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই নয়, যে কোনো দলের বিপক্ষে টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ। ইনিংসটি খেলেছিলেন ১৩৮ বলে ৭ চার ও ৬ ছক্কায়। ওই ম্যাচেই জিম্বাবুয়ে ক্রিস কভেন্ট্রি খেলেছিলেন ১৯৪ রানের ইনিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ