লা লিগায় এল ক্লাসিকোকে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তবে এই দ্বৈরথের আগে জিনেদিন জিদান স্বীকার করে নিলেন, রিয়াল মাদ্রিদ বেশ চাপে রয়েছে। সচরাচর বড় ম্যাচের আগে কোচের কাছ থেকে এমন স্বীকারোক্তি অপ্রত্যাশিত। কিন্তু রিয়ালের এখন এমনই অবস্থা যে, ঘরের মাঠে রবিবার লিওনেল মেসিদের সঙ্গে মহারণের আগে অনেকটাই চাপে আছে তারা।
জিদানের রিয়াল দু’সপ্তাহ আগেও মেসির বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে ছিল। কিন্তু তার পরেই এমন বিপর্যয়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে যে, রবিবার হেরে গেলে বার্সার চেয়ে উল্টে পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়বে। তারপরে লা লিগায় আরও ১২টি ম্যাচ বাকি থাকবে কিন্তু রবিবার হেরে গেলে আত্মবিশ্বাস আরও তলানিতে পৌঁছে যেতে পারে।
জিদান মেনে নিচ্ছেন, ‘‘খুবই কঠিন একটা সময় যাচ্ছে আমাদের। নিজেদের মাঠেই শেষ তিনটি ম্যাচ আমরা জিতিনি। কিন্তু এ রকম পরিস্থিতি আসতেই পারে। ইতিবাচক মানসিকতা ছাড়া যাবে না।’’
অন্যদিকে, বার্সেলোনার নতুন কোচ কিকে সেতিয়েন সুযোগ নিতে ছাড়ছেন না। তিনি বলে দিয়েছেন, ‘‘এই এল ক্লাসিকো আমাদের চেয়ে রিয়ালের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওরাই বেশি চাপে থাকবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ