হোয়াইটওয়াশের আশঙ্কা এবার বিরাট কোহলিদের মাথার উপর। মোহম্মদ শামি ও জাসপ্রিত বুমরার দাপটে ক্রাইস্ট চার্চ টেস্টে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৩৫ রানে বেঁধে দিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু তাতে খুব একটা লাভ হল না। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যহত। মাত্র ৯০ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছে কোহলির দল। শামি ও বুমরার লড়াই যেন মাঠে মারা গেল।
আসলে গতকাল শনিবার দুর্দান্ত শুরু করেছিলেন দুই কিউয়ি ওপেনার টম ব্লান্ডেল ও টম ল্যাথাম। তাদের সামনে বেশ অসহায় লাগছিল ভারতের পেস আটাককে। দ্বিতীয়দিন সকালে সেই পেস আক্রমণেই ধীরে ধীরে গুটিয়ে যেতে থাকল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ভারত প্রথম ইনিংসে লিড নিল ৭ রানে।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ফের ব্যর্থ ভারতের ব্যাটিং টপ অর্ডার। বোল্টের দাপটে প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের অবস্থা আরও শোচনীয়। প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানের সঙ্গে প্যাভিলিয়নে ফিরেছেন ‘নাইট ওয়াচম্যান’ উমেশ যাদবও। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৯০। এককথায় বোলারদের গড়ে দেওয়া মঞ্চের ফায়দা তুলতে ব্যর্থ ব্যাটসম্যানরা।
৯.৫ ব্যাটিং গড়ে সিরিজের চতুর্থ তথা শেষ ইনিংসে ১৪ রান করে ফিরলেন কোহলি। যা তার কেরিয়ারের দ্বিতীয় সর্বনিম্ন। প্রথম ইনিংসে সাউদির পর দ্বিতীয় ইনিংসে ভারত অধিনায়ককে লেগ বিফোর উইকেট করলেন কলিন ডি গ্র্যান্ডহোম। প্রথম ইনিংসে অর্ধশতরানের পর দ্বিতীয় ইনিংসে ১৪ রানে ফিরলেন পৃথ্বী। আরেক ওপেনার মায়াঙ্কের সংগ্রহে মাত্র ৩। একবার জীবন ফিরে পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ ডেপুটি রাহানে। যেভাবে উইকেট দিয়ে এলেন তিনি, সেটা মেনে নেওয়া যায় না।
ক্রিজে থিতু হয়ে গিয়েও শেষবেলায় ব্যক্তিগত ২৪ রানে উইকেট দিয়ে এলেন পূজারা। বোল্টের তোপে টিকলেন না নাইট ওয়াচম্যান যাদবও। ১ রানে ফিরলেন তিনি। ক্রিজে ৫ রানে অপরাজিত আছেন হনুমা বিহারী। ১ রান করে রানে তার সঙ্গী ঋষভ পন্ত। সবমিলিয়ে সিরিজে সমতা ফেরানোর যে আশা দেখিয়েছিলেন বোলাররা, পড়ন্তবেলায় সেই আশাই ফিকে হতে থাকল ব্যাটসম্যানদের ব্যর্থতায়।
দ্বিতীয় দিন শেষে ৯৭ রানের লিড পেয়েছে ভারতীয় দল। হাতে আর মাত্র চার উইকেট। ফলে দ্বিতীয় ইনিংসে যে ভারতের ইনিংস যে কম রানেই শেষ হবে তা ধারণা করাই যাচ্ছে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বোলারদের কাঁধে গুরুদায়িত্ব থাকবে। তবে ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে কম রানের পুঁজি নিয়ে ম্যাচ জয়ের সম্ভাবনা কম।
এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে একমাত্র অর্ধশতরান করেন ওপেনার টম ল্যাথাম (৫২)। গতকাল ২৯ রানে অপরাজিত ব্লান্ডেল এদিন আউট হন মাত্র ১ রান যোগ করে। শেষদিকে জেমিসনের ৪৯ রান ২৩৫ রানে পৌঁছাতে সাহায্য করে কিউয়িদের। ৪ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার মোহম্মদ শামি। ৩ উইকেট নিয়ে দারুণভাবে ছন্দে ফিরলেন বুমরাহ। জাদেজার ঝুলিতে ২টি উইকেট। ১টি উইকেট নিয়েছেন উমেশ যাদব।
টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারত। এরপর ভারতীয় দলের দুঃসময় চলছে। ওয়ানডে এবং টেস্ট সিরিজে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ইতোমধ্যে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ