জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে লিটন দাশের সঙ্গে অর্ধশতক করার পর বিদায় নেন তামিম ইকবাল।
১৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ৬১ রানের মাথায় ওয়েসলি মাধেভেরের বলে এলবির ফাঁদে পড়েন এই ওপেনার। ৪৩ বলে ২৪ রান করেন তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ