জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করেছেন টাইগার ওপেনার লিটন দাস। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় শতক।
রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লিটনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগুচ্ছে বাংলাদেশ।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে খেলা হয়নি লিটনের। এদিন দলীয় ৩৪তম ওভারে ডোনাল্ড ট্রিপানোর প্রথম বলে চার হাঁকিয়ে সেঞ্চুরির দেখা পান তিনি। ৯৫ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন।
কিন্তু হঠাৎ ইনজুরির শিকার হয়ে ম্যাঠ ত্যাগ করেন লিটন। মাঠ ত্যাগ করার আগে বিধ্বংসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন। যেভাবে ব্যাট চালাচ্ছিলেন, ডাবল সেঞ্চুরির স্বপ্নও দেখছিলেন কেউ কেউ। সেঞ্চুরির পর ভয়ংকর হয়ে ওঠা লিটন ডোনাল্ড তিরিপানোর করা ৩৬তম ওভারে হাঁকান তিন বাউন্ডারি।
পরের ওভারের দ্বিতীয় বলে মাদভেরেকেও ৯০ মিটার বড় ছক্কা হাঁকিয়েছিলেন লিটন। ১০৫ বলে পৌঁছে যান ১২৬ রানে। কিন্তু এরপরই পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে লিটনের। এমনই অবস্থা হয় যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরেই চলে যেতে হলো ডানহাতি এই ওপেনারকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭৫ রান করেছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন