তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত করেছেন সাইফউদ্দিন।সাইফউদ্দিনের বলে বোল্ড হওয়ার আগে টিনাশে কামুনহুকামউই ১০ বলে ১ রান করেন এবং রেগিস চাকাভা করেন ১৮ বলে ১১ রান।
এর আগে রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে লিটন দাসের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে জয়ের জন্য সফরকারী জিম্বাবুয়েকে করতে হবে ৩২২ রান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৩ রান করেছে জিম্বাবুয়ে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন